• 100% Secure delivery without contacting the courier
  • Supper Value Deals - Save more with coupons
  • Trendy 25silver jewelry, save up 35% off today

Product Use Process

🌙 স্পট ক্রিম ব্যবহারের নিয়ম:


✅ প্রতিদিন রাতে মুখ ফেসওয়াশ/সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে স্পট ক্রিম সম্পূর্ণ মুখে ব্যবহার করুন।

✅ সকালে ঘুম থেকে উঠে আবার ফেসওয়াশ/সাবান দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

✅ ২–৪টি ব্রণ থাকলে শুধু ব্রণের উপর না দিয়ে বাকি মুখে ব্যবহার করতে পারবেন।

✅ টানা ২১ দিন প্রতিদিন সম্পূর্ণ মুখে ব্যবহারের পর, এরপর থেকে ১ দিন মুখে + ১ দিন শুধু স্পটে এইভাবে ব্যাবহার করতে থাকুন।


❌ তাজা পিম্পল/ব্রণ/অ্যাকনে বা স্কিনে ইনফ্লেমেশন থাকলে স্পট ক্রিম ব্যবহার করবেন না।

❌ স্পট ক্রিম দিয়ে রোদে বা আগুনের পাশে যাওয়া যাবে না।

❌ চোখের চারপাশের এলাকায় (dark circle zone) ব্যবহার করবেন না।

❌ পরিবেশ যদি খুব গরম হয় বা ত্বকে জ্বালাপোড়া লাগে, তবে ব্যবহার বন্ধ রাখুন।


🌙 নাইট ক্রিম ব্যবহারের নিয়মঃ


✅ রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ/সাবান দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করুন।

✅ এরপর নাইট ক্রিম মুখে ভালোভাবে মেখে নিন।

✅ সকালে উঠে সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

✅ টানা ২১ দিন প্রতিদিন ব্যবহার করুন।

✅ এরপর থেকে সপ্তাহে: ৩ দিন নাইট ক্রিম, ২ দিন সিরাম ব্যবহার করুন।


❌ নাইট ক্রিম দেয়ার পর রোদ বা আগুনের কাছে যাবেন না।

❌ ত্বকে ব্রণ থাকলে, ব্রণের উপর নাইট ক্রিম ব্যবহার করবেন না।

❌ অতিরিক্ত গরম বা ঘেমে যাওয়ার মতো পরিবেশে নাইট ক্রিম ব্যবহার করবেন না।



🧴 বডি ক্রিম ব্যবহারের সঠিক নিয়মঃ


✅ বডি ক্রিমের সাথে দেয়া ২টি ভিসি সম্পূর্ণ ক্রিমের সাথে ভালোভাবে মিক্স করে নিন। 

✅ প্রতিদিন রাতে শরীর ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে, ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে ক্রিম লাগান।

✅ সকালে উঠে শরীর ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

✅ দিনে ব্যবহার করতে চাইলে কমপক্ষে ২ ঘণ্টা রাখুন — যত বেশি সময় রাখবেন, তত ভালো ফল পাবেন।


❌ Black Out Body Cream লাগিয়ে রোদে বা আগুনের পাশে যাবেন না।

❌ ঘাম ঝরায় এমন কাজ এড়িয়ে চলুন।



🌿ফেস মাসাজ ক্রিম ব্যবহারের নিয়ম:


✅ প্রথমে মুখ ফেসওয়াশ বা মাইল্ড সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ৫–৭ মিনিট রাখুন।

✅ এরপর আলতো হাতে ৫–৭ মিনিট ম্যাসাজ করুন।

✅ ম্যাসাজ করার পর মুখ মুছে ফেলতে পারেন বা চাইলে আরও একটু ক্রিম নিয়ে ৫ মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

✅ সপ্তাহে ২–৩ দিন ব্যবহারের জন্য উপযুক্ত।

✅ ম্যাসাজ ক্রিম ঠান্ডা বা নাতিশীতোষ্ণ জায়গায় রাখুন। খুব গরম পড়লে ফ্রিজে রাখা যেতে পারে।


❌ ব্যবহারের পর ৩–৪ ঘণ্টার মধ্যে মুখে আবার সাবান/ফেসওয়াশ ব্যবহার করবেন না।

❌ ফেস মাসাজ লাগিয়ে রোদে বা রান্নাঘরে যাবেন না।


🌿 ফেস প্যাক ব্যবহারের নিয়ম:


✅ প্রথমবার খোলার পর ফেস প্যাকটি ভালোভাবে মিক্স করুন।

✅ মুখ ধুয়ে পরিষ্কার করে নিন, তারপর ফেস প্যাক লাগান।

✅ ফেস প্যাক ৪০–৬০ মিনিট ফেসে রেখে দিন।

✅ তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

✅ প্রতি ১–২ দিন পরপর ব্যবহার করুন।

✅ এর আগে যদি (মাসাজ ক্রিম বা জেল) ব্যবহার করে মুখ ধুয়ে থাকেন, তাহলে পুনরায় মুখ ধোয়ার প্রয়োজন নেই।


❌ ফেস প্যাক লাগিয়ে রোদে বা রান্নাঘরে যাবেন না।

❌ ফেস প্যাক লাগানো অবস্থায় খুব বেশি কথা বলবেন না বা হাসবেন না।


💧 সিরাম ব্যবহারের সঠিক নিয়মঃ


✅ সিরাম ব্যবহারের আগে ফেসওয়াশ/সাবান দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।

✅ রাতে সিরাম ব্যবহার করলে সারারাত রেখে দিন, সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।

✅ যদি নাইট ক্রিম ব্যবহার করেন, তাহলে সিরাম সন্ধ্যায় ২-৩ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।


❌ সিরাম দেয়ার পর রোদ বা আগুনের কাছাকাছি যাওয়া যাবে না।

❌ অতিরিক্ত গরম আবহাওয়ায় বা ঘেমে যাওয়ার মতো পরিবেশে সিরাম ব্যবহার করবেন না।

❌ যদি স্কিনে তাজা ব্রণ থাকে, তাহলে সিরাম ব্যবহার থেকে বিরত থাকুন।


💧 জেল ব্যবহারের সঠিক নিয়মঃ


✅ প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন।

✅ যদি এর আগে মাস্ক, ফেস প্যাক বা ম্যাসাজ ক্রিম ব্যবহার করে ধুয়ে ফেলেন, তাহলে আবার মুখ ধুতে হবে না।

✅ দিনে বা রাতে – যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

✅ জেলটি মুখে লাগিয়ে ১-২ মিনিট হালকা ম্যাসাজ করুন, তারপর রেখে দিন ৪০-৪৫ মিনিট।

✅ এরপর সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।

✅ প্রতিদিন ২-৩ বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।


❌ যদি জেল দেওয়ার আগে একবার ফেসওয়াশ/সাবান দিয়ে মুখ ধোয়া থাকে, তাহলে পরে আর সাবান নয় – শুধু পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

❌ জেল মুখে থাকা অবস্থায় রোদে বা আগুনের পাশে যাবেন না।

❌ জেল লাগিয়ে ঘুমিয়ে যাওয়া যাবেন না।


Kashmiri Hair Oil,

রাতে ব্যবহার করবেন, সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন I দুইদিন পর পর ব্যবহার করবেন I খুশকি থাকলে প্রোডাক্ট কাজ নাও করতে পারে I তাই খুশকি দূর করে তেল ব্যবহার করবেন i  মেথির সাথে থাকা তেল শেষ হয়ে গেলে মেথি গুলোর সাথে ভালো  মানের নারিকেল তেল  মিশিয়েও ব্যবহার করতে পারবেন I দিনে ব্যবহার করলে 4-5 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে I


🟤 ডায়েট কফি পান করার নিয়ম:


✅ প্রতিদিন সকালে খালি পেটে ১ প্যাকেট কফি/কুসুম গরম পানিতে গুলিয়ে পান করুন।

✅ কোকো পান করার পূর্বে ওজন মেপে রাখুন, যেন পরিবর্তন বোঝা যায়।

✅ পান করার পর ৩০ মিনিটের মধ্যে কোনো খাবার গ্রহণ না করাই উত্তম।

✅ প্রতিদিন অন্তত ১ ঘণ্টা হাঁটার অভ্যাস গড়ে তুলুন, এবং এক্সারসাইজ করুন

✅ পর্যাপ্ত পানি পান করুন (৮–১০ গ্লাস/দিন)।


❌ যা থেকে বিরত থাকতে হবে:


চর্বিযুক্ত খাবার, যেমন – ভাজাভুজি, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার ইত্যাদি পরিহার করতে হবে।

চিনি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত।


🧼 Rainbow Soap/Black Soap ব্যবহারের নিয়ম:


✅ দিনে ২ বার ব্যবহার করুন – একবার সকালে, একবার রাতে।

✅ মুখ অতিরিক্ত তেলতেলে হলে দিনে ৩ বার ব্যবহার করা যায়।

✅ তবে ৩ বারের বেশি নয়, এতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

✅ ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে, সাবান কিছুদিন ব্যবহার বন্ধ রাখুন কিছুদিন।

✅ ত্বকে আবার তৈলাক্তভাব এলে ব্যবহার শুরু করুন। 


পিলিং জেল ব্যবহার করার নিয়মঃ 


✅ মুখে ময়লা থাকলে আগে মুখ ধুয়ে নিন। এর পর পরিমিত পরিমাণ/ পরিমাণ মতো জেল মুখে লাগাবেন। চাইলে অপরিষ্কার স্কিনেও ব্যবহার করা যাবে। 

✅  এর ১-২ মিনিট পর আঙ্গুল দিয়ে আলতো করে মুখ মাসাজ করবেন কয়েক মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। বিঃ দ্রঃ প্রোডাক্ট/ বক্স এর গায়েও একই প্রণালী বর্ণিত রয়েছে। 


❌ খুব বেশি পাতলা ত্বকে ব্যবহার না করাই শ্রেয়। 

❌ সপ্তাহে ২-৩ দিনের বেশি ব্যবহার না করা উত্তম। তবে চাইলে আরও বেশি ব্যবহার করবেন, সেটি স্কিনের উপর নির্ভর করে।  

❌ মাত্রাতিরিক্ত ঘষবেন না, স্কিন ছুলে যেতে পারে।


🧴 বডি ভিসি ইনজেকশন (VC Serum) ব্যবহারের সহজ নিয়ম:


✅ প্রথমে VC সিরামের কাঁচের বোতলটি উপরের দিক থেকে একটি কাপড় পেঁচিয়ে সাবধানে ভেঙে নিন।

✅ এরপর সিরামের ভিতরের তরলটা বা পানির মতো (লিকুইড) বডি লোশন বা বডি ক্রিম এর সাথে মিশিয়ে নিন। 

✅ প্রতি ১০০ মিলি লোশনের জন্য ১টি VC সিরাম ব্যবহার করবেন।


❌ মিশ্রিত লোশন বা ক্রিম সারা রাত গায়ে দিয়ে ঘুমাবেন না। রাতে লাগালে, কিছু সময় পর ধুয়ে ফেলবেন।

❌ এই ক্রিম বা লোশন ব্যবহার করার পর রোদে বা আগুনের কাছে যাবেন না। এতে স্কিনের ক্ষতি হতে পারে।


হাতে অল্প পরিমাণে প্রয়োগ করুন এবং মুখ এবং শরীর ম্যাসেজ করুন। সর্বোত্তম ফলাফলের জন্য সকালে এবং সন্ধ্যায় ব্যবহার করুন। দিনে দুবার বা তিনবার ব্যবহার করুন । 



🧴 সানস্ক্রিন ব্যবহার করার নিয়মঃ

বাইরে বের হওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এতে ত্বকের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যায়। না হলে সূর্যের আলোতে বের হওয়ার পর সানস্ক্রিন ব্যবহার করে কোনো লাভ হয় না। রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে কারণ সূর্যের অতিবেগুনি রশ্মির প্রায় ৮০ ভাগই আটকাতে পারেনা মেঘ।
***রান্না করার আগে সান্সক্রিন ব্যবহার করবেন ।
***বাড়ির বাইরে থাকলে ২ থেকে ৩ ঘণ্টা পর পর সানস্ক্রিন মেখে নিতে হবে।


🌙 Wax use process:

ওয়াক্স ব্যবহারের আগে লোম গুলো নরম করে নিতে হবে সেটা কোনো ক্রিম দিয়ে হোক বা পানি l লোম নরম করে নেবার পর ফেস পাওডার দিয়ে তার পর ওয়াক্সের যেই অংশটা আঠালো থাকবে ওই অংশটা  লোম এর ওপর চেপে দিয়ে আঠালো  পেপার টেনে ওঠাতে হবে, না বুঝে ব্যবহার করলে চামড়া ছুলে যেতে পারে l লোম কিছুটা মোটা হলে কিছু জায়গায় ছুলে  গেলে তেল বা জেল বেবহার করবেন l 

ওয়াক্স ব্যবহারে প্রথমবার হলে বিষয়টা নিয়ে অবগত না থাকলে সুবিধা হবে আমাদের পেইজ এর লাইভ দেখুন অথবা ইউটুবে কোনো টিউটোরিয়াল দেখে ওয়াক্স ব্যবহার করুন l


🧴 বডি প্যাক ব্যবহার করার নিয়মঃ

Body Pack স্কিনে দিয়ে ৪০-৪৫ মিনিট রাখবেন পুরোপুরি শুকানোর আগ পর্যন্ত I তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন I Body Pack প্রতিদিন বা ১ দিন পর পর ব্যবহার করবেন I Body Pack ব্যবহার করার পর রোদ কিংবা অগুনের পাশে যাওয়া যাবে না I সেটি করতে চাইলে ভালো ম্যানের লোশন ব্যবহার করবেন



🧴 Anti stretch mark cream ব্যবহার করার নিয়মঃ

আপনার প্রেগন্যান্সি এর দাগ এর উপরে যেকোনো সময় দিয়ে রাখতে পারেন  বডি লোশন এর মতো করে I তবে ভালো হবে যদি আপনি এই ক্রিম টি রাতে ঘুমানোর আগে ব্যবহার করেন I ক্রিম টি ব্যবহার করে রোদ বা অগুনের কাছে যাবেন না ও বেশি গরমে ব্যবহার করবেন না I 
পর পর তিনটি ক্রিম ব্যবহার করলে সর্বোচ্চ ফলাফল পাবেন I 


🌙Whitening Cream for Private parts use process : 

১. ব্যবহার করার আগে অবশ্যই ত্বক বা শরীর পরিষ্কার করে নিন।
২. পছন্দসই জায়গায় পরিমাণমতো দিন এবং আলতো করে ম্যাসাজ করুন।
৩. ক্রিমটি মুছবেন না বা ধুয়ে ফেলবেন না, ত্বকে শোষণ হতে দিন।
৪. সর্বোত্তম ফলাফলের জন্য রাতে ব্যবহার করুন। 

Note: বাচ্চাদের জন্য নয়। শরীরের অ্যালার্জি থাকলে Patch Test করে ব্যবহার করুন।

🌙হেয়ার গ্রোথ সিরাম ব্যাবহারবিধিঃ

✅ প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে মাথায় এপ্লাই করুন।
✅ আঙুলের সাহায্যে আসতে আসতে মাসাজ করুন যতক্ষণ না এটি ভালো ভাবে মাথায় শোষিত হচ্ছে ।
✅ ব্যবহারের পর অন্তত ৪ ঘণ্টা চুল পুষ্টি গ্রহণের জন্য অপেক্ষা করুন।
✅ প্রতিদিন দুইবার ব্যবহার করুন – একবার সকালে এবং একবার রাতে।
✅ ভালো ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন নিয়মিতভাবে ব্যবহার করবেন।